📅 প্রকাশিত: ১৫ জুলাই ২০২৫
🖋️ লেখক: বিডিএস বুলবুল আহমেদ
সৌদি আরবের ট্রাফিক অধিদপ্তর সম্প্রতি বিদেশি চালকদের জন্য নতুন ড্রাইভিং লাইসেন্স নীতিমালা ঘোষণা করেছে। এখন থেকে যারা আন্তর্জাতিক বা নিজ দেশের ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করে দেশটিতে গাড়ি চালাতে চান, তারা সর্বোচ্চ এক বছর পর্যন্ত সে লাইসেন্স ব্যবহার করতে পারবেন।
বিদেশি নাগরিকেরা সৌদি আরবে প্রবেশের তারিখ থেকে এক বছর পর্যন্ত আন্তর্জাতিক বা নিজ দেশের বৈধ লাইসেন্স ব্যবহার করে গাড়ি চালাতে পারবেন।
তবে, যদি লাইসেন্সের মেয়াদ এক বছরের আগেই শেষ হয়ে যায়, তাহলে সেই সমাপ্তির তারিখই কার্যকর হবে।
চালনার জন্য ব্যবহৃত গাড়ির ক্যাটাগরি অবশ্যই লাইসেন্সে উল্লেখিত শ্রেণির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।
লাইসেন্স অবশ্যই স্বীকৃত কোনো সংস্থার মাধ্যমে অনুবাদকৃত হতে হবে, যেন তথ্য নির্ভুল থাকে।
এই নিয়ম পর্যটক, প্রবাসী, ভিজিটর ও ওয়ার্ক ভিসাধারী চালকদের জন্য প্রযোজ্য।
গালফ কো-অপারেশন কাউন্সিল (GCC)-এর সদস্য রাষ্ট্রগুলোর (যেমন: সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, বাহরাইন, কাতার, ওমান) বৈধ ড্রাইভিং লাইসেন্সধারীরা সৌদি আরবে অস্থায়ী লাইসেন্স ছাড়াই গাড়ি চালাতে পারবেন।
তবে জিসিসি লাইসেন্সধারীরাও—
আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট (IDP) দিয়ে সীমান্ত অতিক্রম করে গাড়ি চালাতে পারবেন না।
অর্থাৎ, এক দেশ থেকে আরেক জিসিসি দেশে গাড়ি চালাতে হলে সেই দেশের নিজস্ব নিয়ম মেনে চলতে হবে।
বিদেশ থেকে আসা চালকদের ক্ষেত্রে:
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |